বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রথম করোনা রোগী শণাক্ত হয়েছে। রবিবার সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামসুদ্দিন। তবে রোগী গার্মেন্ট ফেরত, প্রবাসী না স্থানীয় সে বিষয়টি নিশ্চিত করতে চাননি। তাছাড়া রোগীর চিকিৎসা কিভাবে হচ্ছে সে বিষয়টিও আপাতত জানাতে অস্বীকার করেন।
তবে বিশেষ সূত্রে জানা গেছে রোগী একজন নারী। সম্প্রতি তার স্বামী সৌদি থেকে এসেছেন। স্বামী থেকেই তিনি সংক্রমিত হয়েছেন।
এদিকে সুনামগঞ্জ জেলায় প্রথম করোনা রোগী শণাক্তের ঘটনায় জেলায় আতঙ্ক বিরাজ করছে। দাবি ওঠছে দোয়ারাবাজারের সঙ্গে পুরো জেলাকে লকডাউন করার। কেউ কেউ সুনামগঞ্জ জেলাকে লকডাউন করার দাবিও জানিয়েছেন।
এদিকে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গের ১৮২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে দোয়ারাবাজার উপজেলার ১৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যেই ১জনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দি জানান, দোয়ারাবাজারে একজনের কোভিড ১৯ পজেটিভ রোগী শণাক্ত করা হয়েছে। ওই ব্যক্তি স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে। তবে কোথায় কিভাবে চিকিৎসাধীন আছেন আপাতত বলা যাবেনা।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, একজন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে যাছাই করে প্রয়োজনীয় কাজ শুরু হয়ে গেছে।