শাল্লা প্রতিনিধি::
নিজের ঔরসজাত সন্তানের এমন অমানবিকতার সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসে প্রশাসন। পৌঁছে দেওয়া হয় জরুরি ত্রাণসামগ্রী। এরপূূর্বে ২নং ওয়ার্ড সদস্য সুব্রত সরকার ওই বৃদ্ধা নারীকে বাড়িতে নিয়ে যান। বিকেলে উপজেলা পরিষদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ১০কেজি চাল, ২কেজি ডাল, ৪কেজি আলু, ১কেজি চিরা, ২টি লাইফবয় সাবান, ২টি মাস্ক ও ২৫০ গ্রাম গুড় নিয়ামতপুর গ্রামে ওই অসহায় বৃদ্ধাকে দিয়ে আসেন উপজেলা পরিষদের কর্মীরা। সংবাদ প্রকাশিত হওয়ায় ওই ৯০ বছরের নারী আশ্রয় পান ছোট ছেলের ঘরে। এখানেও তিনি কয়দিন থাকতে পারবেন জানেন না ওই বৃদ্ধা। অমৃতবালা বলেন আবার যদি আমাকে ছেলেরা ঘর থেকে খেদাই দেয়, তাইলে আমি পুলিশকে-আর্মিকে জানাবো।