ছাতক প্রতিনিধিঃ
করোনা সংক্রমণ বিস্তার রোধে ঘরে থাকা কর্মহীন লোকজনের সহায়তায় মানবতার হাত বাড়িয়েছেন সিলেট ল কলেজের সাবেক জিএস, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান আজাদ। সাবেক এই ছাত্রনেতার ব্যক্তিগত ও যুক্তরাজ্য প্রবাসী নিকট আত্মীয়দের সমন্বয়ে এলাকার ৮টি গ্রামে করোনা সংকটে কর্মহীন লোকজনের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের নিজ এলাকা মনিরগাতি (গোরাদেও)সহ পার্শ্ববর্তী ৮টি গ্রামের হতদরিদ্র ২৩০টি পরিবারের মধ্যে জন প্রতি ১০কেজি চাল,৬কেজি আলু, ২কেজি ডাল,২কেজি সয়াবিন তেল, ২কেজি পিয়াজ, ১কেজি লবন, ১কেজি খেজুর, ২৫০গ্রাম করে রসুন, মরিচ ও হলুদের গুড়া এবং ২পিচ করে সাবান বিতরন করা হয়। মঙ্গলবার সকালে মনিরগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরন কালে গ্রামবাসী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।