ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় বদরুল আলম (২৮) ও আলাল মিয়া (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাওঁ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল যোগে ছাতক বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত বদরুল আলম উপজেলার কালারুকা ইউনিয়নের মাধপুর গ্রামের ও আলাল মিয়া একই ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তাফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।