হাওর ডেস্ক ::
করোনাভাইরাসে কারণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার অংশ হিসেবে আরো ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা বিভাগের ৯ জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ সহযোগিতার কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সকল শ্রেণি পেশার মানুষকে আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে আমরা তা শুরু করেছি। যারা হাত পেতে খেতে পারে না তাদের জন্য মাত্র ১০ টাকা কেজিতে চাল বিক্রির ব্যবস্থা নিয়েছি। আমাদের বর্তমানে ৫০ লাখ মানুষের জন্য রেশন কার্ড চালু রয়েছে। আমরা আরো ৫০ লাখ মানুষের রেশন কার্ড করে দেব।
প্রধানমন্ত্রী জানান, যারা সহযোগিতা পাবেন তাদের তালিকা করা শুরু হয়ে গেছে। প্রকৃতপক্ষে যারা সহযোগিতা পাওয়ার যোগ্য অর্থাৎ সত্যিকার দুস্থ, দরিদ্র- তাদের নাম যেন তালিকায় থাকে, সঠিক ব্যক্তির কাছে যেন সাহায্য পৌঁছায় সেজন্য সংশ্লিষ্ট কমকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।