জগন্নাথপুর প্রতিনিধি::
টিসিবির ন্যায্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি অবৈধভাবে মোড়ক পরিবর্তন করার সময় সুনামগঞ্জে উপজেলা প্রশাসন একজনকে আটক করেছে। ১৬ এপ্রিল বৃহষ্পতিবার সন্ধ্যা ০৭ ঘটিকায় বিশেষ সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে নোমান হোসেন, পিতা-হাজী হালিম এর কর্মচারীদেরেক টিসিবির ন্যায্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মোড়ক অসৎ উদ্দেশ্যে পরিবর্তন করার সময় হাতেনাতে আটক করেন। তবে মালিককে আটক করা যায়নি।
এসময় দোকান থেকে পুষ্টি ব্র্যান্ডের সয়াবিন তেল ৪৯ কার্টুন (১ কার্টুনে ৪ বোতল) মোট ১৯৬ বোতল ( প্রতিটি ৫ লিটারের বোতল) এবং ৭৩ বস্তা চিনি (প্রতি বস্তায় ৫০ কেজি) পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।
জগন্নাথপুর উপজেলার এসিল্যান্ড ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।