দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে হাওরে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। তার নাম ফরিদ আহমদ (৪৫)। তিনি উত্তর গাজীনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। শনিবার গ্রামের পাশে হাওরে কাজ করার সময় মারা যান তিনি। এ নিয়ে জেলায় মোট চারজন কৃষক বজ্রপাতে মারা গেছেন।
পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।