স্টাফ রিপোর্টার::
সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও রাজপথের সক্রিয় নেতা সাহাব উদ্দিনের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে জেলা যুবলীগ। জেলা যুবলীগ আহ্বায়ক খায়রুল হুদা চপল স্বাক্ষরিত এক পত্রে জেলা যুবলীগের পক্ষ থেকে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে কর্মসূচি ঘোষণা করেন তিনি।
শোক কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাতা অর্ধনমিত করা এবং শোকব্যাজ ধারণ করা। তাছাড়া আগামী সোমবার জেলা ও প্রত্যেক উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে বুধবার সকাল ১১টায় আওয়ামী লীগ কার্যালয়ে মরহুমের প্রথম নামাজে যানাজা শেষে বাদ আসর তাহিরপুরে পারিবারিক গোরস্তানে বাবা ও মায়ের কবরের পাশে শায়িত করা হয়েছে যুবলীগ নেতা সাহাব উদ্দিনকে।