বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
স্কুল ব্যাগ ভর্তি ভারতীয় গাঁজার চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।,
রবিবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি টহল দল সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা হতে মাদক ব্যবসায়ীদের আটক করেছেন।
আটককৃতরা হলেন, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডুয়ার গ্রামের মৃত নিয়ামত খাঁনের ছেলে শহীদ মিয়া ও তার অপর সহযোগী একই উপজেলার একই ইউনিয়নের রাজাপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে শামছুল হক। ,
আটককৃতদের হেফাজত হতে স্কুল ব্যাগ ভর্তি দুই কেজি ভারতীয় গাঁজা, জিপি সিম সহ দুটি মোবাইল ফোন সেট ও নগদ ৩০২০টাকা জব্দ করা হয়।
রবিবার রাতে সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, উপজেলার বীরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল দল রবিবার রাতে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে ওই সীমান্তের রংগাছড়া নামক এলাকা হতে শহীদ ও শামছুল হককে স্কুল ব্যাগ ভর্তি গাঁজার চালান সহ আটক করেন। ,
রবিবার রাত সাড়ে ১২টার দিকে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, আলামতসহ দুই মাদক ব্যবসায়ীকে রাতে থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ হতে একটি মামলা দায়ের করা হয়েছে। ,