ছাতক প্রতিনিধিঃ
দেশে চলমান করোনা সংকট পরিস্থিতিতে মারাত্নক খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। করোনা সংকটে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মানবতার হাত বাড়িয়ে দলীয় নেতাকর্মীদেরকে এ সংকটে দুঃস্থ মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা সংক্রমণ বিস্তার রোধে ছাতকে ঘরে আবদ্ধ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এসএম সুজন মিয়ার পরিবার। আর্তমানবতার সেবায় প্রাণঘাতি করোনা ভাইরাস দুর্ভোগে পড়া দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ছাতকের ঐতিহ্যবাহী চেচান “নুর পরিবার’র আরব-তাঁরা শান্তি নিলয়”আরব কুঞ্জ পরিবারের পক্ষ থেকে ভালবাসার নিদর্শন স্বরূপ এসব প্রদান করা হয় । রবিবার দিনব্যাপী ছাতক উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের চেচান, বাউর, পরশপুর, রাতপুর, ধনপুর, হরিশরন, হাধনালী, ফুরাকাটি, রামচন্দ্র পুর, চৌকা, হলদিহুরা, জুলগাউ, তারগাও, জাতুয়া গ্রামের ৪শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন। সার্বিক সহযোগিতা করেন, মাস্টার ইখতিয়ার উদ্দীন(ইনু),
মোঃ রাসেল হোসেন, মোঃ আহসানুল হক তানভীর, মোঃ শাহজাহান আহমদ এবং রেড রোজ ক্রিকেট ক্লাব ও
এনেক্স ইয়াং সোসাইটি চেচান।##