হাওর ডেস্ক ::
সারাবিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। প্রতিদনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাঁড়িয়েছে। এর মধ্যে চার ভাগের এক ভাগ মারা গেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে।
ওয়াল্ড ও মিটারের দেওয়া তথ্য মতে গোটা বিশ্বে এখন করোনা আক্রান্ত হয়েছে ২৪ লাখের বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার মানুষ। ইতালিতে কমতে শুরু করেছে নতুন করে করোনা রোগীর সংখ্যা। চীনে নতুন করে ১১ জনের মৃত্যু শনাক্ত করা হয়েছে। চীনা স্বাস্থ্য কমিশন বলছে মারা যাওয়া সবাই বাইরের দেশ থেকে আগত। এদিকে হংকং এ আরো জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোমবারে প্রথবারের মত দেশটিতে নতুন করে কোন করোনায় আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়নি।
এখন পর্যন্ত ২১০ টি দেশ ও অঞ্চলে আঘাত হেনেছে প্রাণঘাতী করোনা।