স্টাফ রিপোর্টার::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে উদ্দেশ্য করে গত ১৬ই জানুয়ারি জেলা আওযামী লীগের সভাপতির বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাতক উপজেলা ও গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অুনষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জ কলেজ গেইট থেকে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। এ সময় ‘মতিউর হঠাও, সুনামগঞ্জ বাচাও’ এবং ‘সুনামগঞ্জের সম্মান এম এ মান্নান’ এমন স্লোগান দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলমের সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আল আমিনের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ আব্দুল গফ্ফার।
উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইছ আলী, যুবলীগ নেতা মাহমুদুর রহমান জোসেপ, আবিদুর রহমান আঙ্গুর, হারুন মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য কৃপেশ চন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কবির আহমদ, আব্দুল আলীম, সদস্য সাকের রহমান বাবুল, ময়নুল হক, আবু বক্কর, এনাম আহমদ, দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা নিয়ামত আলী, দ্বীনুল ইসলাম শ্যামল, লুতফুর রহমান লিটন, রাসেল ওয়াহিদ, আনোয়ার হোসেন, শিপলু আহমদ, মনসুর আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা আবুল কাশেম শাহীন, সাইদুর রহমান, নাজমুল হোসেন রাজ, মোতাহার হোসেন সুমন, আজহার, সায়েস্তা তালুকদার রবি, হাবিবুর রহমান বাবলু, মাহবুব আলম, হাজী সাইদুল ইসলাম, আকরাম রাকীব, আলী, কাজল তালুকদার, কামরান আহমদ, জাউয়া বাজার ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানিম আহমদ, রেদওয়ান আহমদ, ইমন আহমদ, মঈনপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল হাই রনি, মোস্তাকিম আহমদ, মামুন আহমদ, সেবুল আহমদ, চরমহল্লা ইউপি ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাংগঠানিক সম্পাদক খালেদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আলী হোসেন, ভাত গাঁও ই্উপি ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, শরিফ আহমদ, হাফিজুল হক, দোলার বাজার ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, ময়নুল হক, পাবেল মিয়া, আব্দুল্লাহ, আবদাল মিয়া, ইসলামপুর ইউপি ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ রেজওয়ান, রোকন মিয়া, মোস্তাক আহমদ, ইমন মিয়া, নজরুল ইসলাম, কালারুকা ইউপি ছাত্রলীগের আহবায়ক আইন উদ্দিন, যুগ্ম আহবায়ক মমিনুর রহমান, দিলোয়ার হোসেন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,‘শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রীসভায় এম এ মান্নান বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনিমার্ণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মান্নান সাহেবের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মতিউর রমমান পাগলের মত প্রলাপ করছেন। জেলা আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে মতিউর রহমান বিএনপি জামাতের এজেন্ট হিসাবে বর্তমানে কার্যক্রম চালাচ্ছেন। তিনি ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন।’
বক্তারা বলেন,‘দলীয় সভানেন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে যেন মতিউর রহমানকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়।’