স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলের নেতৃত্বে দেখার হাওরে ধান কেটেছে জেলা যুবলীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে নেতৃবৃন্দকে নিয়ে হাওরে নামেন তিনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু,জেলা যুবলীগ সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস প্রমুখ।
এদিকে যুবলীগ সভাপতি খায়রুল হুদা চপল উপজেলা ও ইউনিয়ন যুব লীগ নেতৃবৃন্দকেও এই দুর্যোগে কৃষকের ধান কেটে দেওয়ার আহ্বান জানিয়েছেন।