তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রলীগ। আজ মঙ্গলবার দুপুরে সদর ইউনিয়নের কয়েকটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে সাড় সাত কেজি করে চাল ও একটি করে সাবান বিতরণ করেছেন। এর আগে সংগঠনটির উদ্যোগে সদর ইউনিয়নের ৫০টি পরিবারের মধ্যে একই পরিমাণ খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।
সদর ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইমাম বলেন, এই দুর্যোগে আমাদের কথা মনে রেখেছেন এতেই আমরা অনেক খুশি। এ পর্যন্ত কেউই এভাবে আমাদের কথা ভাবেনি, খোঁজও নেয়নি। ।
এই খাদ্য সহায়তা কর্মসুচীর উদ্যোক্তা তাহিরপুর সদর ইউনিয়নের বাসিন্দা বাংলাদেশ ছাত্রলীগ, শাবিপ্রবি শাখার সহসম্পাদক নাজমুস শাকিব অভি বলেন, আমাদের ইমাম মুয়াজ্জিনরা স্বল্প বেতনে সততা ও নিষ্টার সাথে এই দায়িত্ব পালন করেন। কিন্তু সরকারি বেসরকারি খাদ্য সহায়তায় তাঁদেরকে সাধারণত অন্তর্ভুক্ত করা হয়না। আমি মনে করে তাঁদের কথা সবার আগে মনে রাখা দরকার।