যুদ্ধ নয়, শান্তি চাই
ঘরে ঢুকেও রেহাই নাই।
জাতি নয়, ধর্ম নয়
সবার ঘরেই ভয়।
নয় কোন অঞ্চল বা দেশ
ভয়ে আছে সাতটি মহাদেশ।
ধনী-গরীব যেই হোক
সংবাদ পেতে মিডিয়ায় চোখ।
মিডিয়াকর্মীরা করছে প্রচার
মানুষ উপায় খুঁজছে সুরক্ষার।
শত্রু এখনো অদৃশ্য
দৃশ্যমানের চেষ্টায় সারা বিশ্ব।
জানি শুধু নাম ‘করোনা ভাইরাস’
বিজ্ঞানীরা উপায় পাবে মর্মে বিশ্বাস।
প্রায় ২ লক্ষ হারিয়েছি উপায় খুঁজতেই
লাশের সারি দীর্ঘ হচ্ছে প্রতি মুহূর্তেই।
হলো দূরত্ব শুভেচ্ছা বিনিময়েও
মানা আছে ঘর থেকে বের হতেও
থমকে গেছে অর্থনীতির চাকা
শিল্প, সড়ক-মহাসড়কও ফাঁকা।
আছে হতদরিদ্ররা সবচেয়ে কষ্টে
এভাবে আর কতদিন থাকবে ভূপৃষ্ঠে ?
কি নামে ডাকবো…মহামারী না যুদ্ধ ?
শুধু জানি সারাবিশ্ব এখন অবরুদ্ধ।