হাওর ডেস্ক ::
করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চীনের শিল্পসমৃদ্ধ নগরী হুবেইপ্রদেশের উহান শহর থেকে গতবছরের ডিসেম্বরে এ প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব হলেও বর্তমানে সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ।
চার মাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬২ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৬ হাজার ৯০৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭৫ হাজার ২৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৬ লাখ ৯০ হাজার ২৬৫ জন।
বর্তমানে বিশ্বে ১৬ লাখ ৮৮ হাজার ৬৫০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৬ লাখ ৩১ হাজার ৪০০ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৫৭ হাজার ২৫০ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।
ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত ৮ লাখ ১৮ হাজার ৭৪৪ জন, মারা গেছে ৪৫ হাজার ৩১৮ জন। এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।
এ ছাড়া স্পেনে আক্রান্ত ২ লাখ ৪ হাজার ১৭৮, মারা গেছে ২১ হাজার ২৮২ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৮৩ হাজার ৯৫৭, মারা গেছে ২৪ হাজার ৬৪৮ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৫৮ হাজার ৫০, মারা গেছে ২০ হাজার ৭৯৬ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৪৫৩, মারা গেছে ৫ হাজার ৮৬ জন।
যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ২৯ হাজার ৪৪, মারা গেছে ১৭ হাজার ৩৩৭ জন। তুরস্কে আক্রান্ত ৯৫ হাজার ৫৯১, মারা গেছে ২ হাজার ২৫৯ জন। ইরানে আক্রান্ত ৮৪ হাজার ৮০২, মারা গেছে ৫ হাজার ২৯৭ জন। চীনে আক্রান্ত ৮২ হাজার ৭৮৮, মারা গেছে ৪ হাজার ৬৩২ জন।
ব্রাজিলে আক্রান্ত ৪৩ হাজার ৭৯, মারা গেছে ২ হাজার ৭৪১ জন। বেলজিয়ামে আক্রান্ত ৪০ হাজার ৯৫৬, মারা গেছে ৫ হাজার ৯৯৮ জন। কানাডাতে আক্রান্ত ৩৮ হাজার ৪২২, মারা গেছে ১ হাজার ৮৩৪ জন। নেদারল্যান্ডসে আক্রান্ত ৩৪ হাজার ১৩৪, মারা গেছে ৩ হাজার ৯১৬ জন।
সুইজারল্যান্ডে আক্রান্ত ২৮ হাজার ৬৩, মারা গেছে ১ হাজার ৪৭৮ জন। সুইডেনে আক্রান্ত ১৫ হাজার ৩২২, মারা গেছে ১ হাজার ৭৬৫ জন।
এ ছাড়া ভারতে আক্রান্ত ২০ হাজার ৮০, মারা গেছে ৬৪৫ জন। পাকিস্তানে আক্রান্ত ৯ হাজার ৫৬৫, মারা গেছে ২০১ জন। বাংলাদেশে