জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে এক যুবক মারা গেছেন। আজ বুধবার জগন্নাথপুর উপজেলা
স্বাস্হ্য কমপ্লেক্সে থেকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।পরে
সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে জানান,জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বুধবার দুপুরের দিকে শ্বাসকষ্ট নিয়ে আসা ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করি।
পরে খবর পাই সিলেট নেওয়ার পথে ওই যুবক মারা যায়। যুবকের নমুনা পরীক্ষা সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করা হয়েছে। প্রতিবেদন পেলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে সে করোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত ছিল কীনা। তিনি জানান,আমরা যথাযথ নিয়ম অনুসরণ করে তার শেষকৃত্যানুষ্ঠান করব।
প্রসঙ্গত ওই যুবক পাইলগাঁও ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন।