স্টাফ রিপোর্টার::
অকালপ্রয়াত সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিনের মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচির দ্বিতীয় দিনে জেলার বিভিন্ন উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ পৃথক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাহাব উদ্দিনের ঘনিষ্টজনরা অংশ নেন। মিলাদ শেষে তারা মরহুমের আতœার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ মাওলানা আতাউর রহমান লস্কর। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বল, সদর উপজেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম উকিল, ফয়সাল আহমদ, আজিজুল ইসলাম প্রমুখ।