বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই, জগন্নাথপুর ও ছাতকে ৪ জন করোনা রোগী শণাক্ত হয়েছে। গত ২০ এপ্রিল স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তাদের নমুনা সংগ্রহ করার পর ২২ এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজর মাইক্রো বায়োলজি ও ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মঈনুল হকের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। আক্রান্তদের সবাই তরুণ। তাদের বয়স ১৮ থেকে ৩৮ এর মধ্যে।
আক্রান্তদের মধ্যে দিরাই উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ দুইজনের নমুনা সংগ্রহ করেছিল। তারা দুইজনই তরুণ। এর মধ্যে একজন তরুণ যার বয়স (২৬) এবং একজন তরুনী যার বয়স (২০)। জগন্নাথপুরের আক্রান্ত তরুণের বয়স ১৮। ছাতকে আক্রান্ত তরুণের বয়স ৩৮ বছর। তবে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহিত তরুণীর বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ বলে জানা গেছে।