জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রথমবারের মত করোনাভাইরাসে একজন তরুণ শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূমি ইয়াসির আরাফাত জানান, করোনা পজিটিভ শনাক্তের খবর পেয়ে ঘটনাস্হলে গেলে ওই তরুণ দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমরা মাইকিং করে এলাকার লোকজনকে বুঝিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসি। দুই গ্রামের ১৫০ বাড়ি লকডাউনের করেছি। ওই এলাকার প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সহায়তা প্রদান করব।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান, করোনা পজেটিভ ১৮ বছর বয়সী এক তরুণ গত ১৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে তার পরিবারের ১১ সদস্য সঙ্গে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে ফেরেন। এ খবর পেয়ে ১৯ এপ্রিল বাড়ি থেকে আমরা তাদের নমুনা সংগ্রহ করে সিলেটে প্রেরণ করা হয়। আজ প্রতিবেদন পাওয়ায় ওই তরুণ করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া গেছে।