স্টাফ রিপোর্টার
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১২ টায় ৩ ফুট দূরত্ব বজায় রেখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারাদেশের সকল স্বাস্থকর্মীর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতসহ নানা দাবিতে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ এর সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি’র দিরাইÑ শাল্লা আসনের মনোনীত প্রার্থী কমরেড নিরঞ্জন দাস খোকন, জেলা যুব ইউনিয়নের সহ সভাপতি লিলু মিয়া, যুব ইউনিয়ন দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিরন্ময় দাস।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ আজ মহাসংকটে কিন্তু এই সংকটের সময় আমরা দেখছি ত্রাণ নিয়ে লুটপাট হচ্ছে। এই লুটপাটের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার, অবিলম্বে সারাদেশের সকল স্বাস্থকর্মীর পর্যাপ্ত নিশ্চিত করা, সাধারণ জনগণের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার দাবি জানান।
এছাড়াও বক্তারা সুনামগঞ্জের মোট উৎপাদিত ধানের অর্ধেক প্রকৃত কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে কেনার দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিপিবি’র শোভাকাঙ্খি পা-ব সরকার, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দুর্জয়, সাধারণ সম্পাদক নিমাই সরকার প্রমুখ।