পি সি দাশ, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রথম বারের মত ২৪ টি নমুনা সংগ্রহের মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
করোনা আক্রান্তকারীরা হলেন, উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশীপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে আদিল মিয়া (২৬) শাল্লা ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের লাল মিয়া ওরফে কামাল এবং শাল্লা সদর হাসপাতালের গাড়ির চালক রয়েছে।
যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই বাহীরের জেলা থেকে কিছুদিন হয় এসেছে। সরকারি ভাবে ঢাকা, নারায়নগঞ্জ,গাজীপুর থেকে এখন পর্যন্ত প্রায় ৮ শ লোক তালিকা করা হয়েছে বলে জানা যায়। তবে শাল্লার মানুষজন বলছে কয়েক দিনের মধ্যে কমপক্ষে ২ থেকে ৩ হাজার লোক শাল্লা বিভিন্ন পথে প্রবেশ করেছে। মাত্র ২৪ জনের নমুনা সংগ্রহের মধ্যে ৩ জন সনাক্ত হলে ৩ হাজারের মধ্যে কতজন হবে এই আতংক বিরাজ করছে এলাকার সর্বত্র।
এনিয়ে শাল্লা হাসপাতালের আরএমও ডা. আবুল ফাত্তাহ সাদীর সাথে কথা হলে তিনি জানান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে শাল্লার ২৪ জনের নমুনা পরিক্ষার জন্য প্রেরণ করেন, এদের মধ্যে তিন জনের শরীরে করোনা ফলাফল পজেটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, জানান করোনা বিশেষায়িত ল্যাবে গতকাল বৃহস্পতিবার টেস্ট হওয়া ১৮৮টি নমুনার মধ্যে নতুন করে ১৬ জনের করোনা ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে ৩ জন শাল্লা উপজেলার রয়েছে।