দিরাই প্রতিনিধি:
চলমান করোনা সংকটে কারণে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, লোকজন নেই হাটবাজারগুলোতে। বাড়ি বাড়ি যাওয়ার সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন বাজারের ভিক্ষুক ও ছিন্নমূল মানুষ। তীব্র খাদ্য সংকটে থাকা এসব ভিক্ষুক ও ছিন্নমূলদের খাদ্য সহায়তা দিয়েছেন সুনামগঞ্জের দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল। শুক্রবার দুপুরে থানা প্রাঙ্গণে ওসি’র ব্যক্তিগত তহবিল থেকে বাজারের ২৫টি ভিক্ষুক পরিবারসহ অর্ধশতাধিক পরিবারের মাঝে ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি পেয়াজ, ১লিটার সয়াবিন ও একটি করে সাবান প্রদান করা হয়। চলমান করোনা পরিস্থিতিতে এর আগেও ১৮০ কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন তিনি।