বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকসহ ৮জনের নতুন করে করোনা শণাক্ত হয়েছে। গত ২৩ এপ্রিল তাদের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসার পর ২৪ এপ্রিল শুক্রবার তাদেরকে আইসোলেশনে নিয়ে আসা হয়েছে। এদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের করোনা পজেটিভ রিপোর্ট আসায় ওই ডাক্তারের সহকারি দুইজনকে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের নমুনাও সংগ্রহ করা হচ্ছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের করোনা পজেটিভ আসায় তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে। তার সঙ্গে কাজ করা দুই সহকর্মীরও নমুনা সংগ্রহ করা হয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তাকেসহ নতুন অন্য সবাইকেও আইসোলেশনে আনা হয়েছে।