সুনামগঞ্জ প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেও সুনামগঞ্জের দিরাই হাওরের কলিদ্রুম গ্রামে শ্রমিক সংকট থাকায় অসহায় বিধবা মহিলা দিপালি দাসের ধান কেটে দিলেন প্রাথমিক শিক্ষা পরিবার ও সহকারী শিক্ষা কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার তাপস কুমার রায়,আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেন কান্তি দাস,ধাপকাই ও জারলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রথীস দাস,ননী গোপাল দাস,যুবলীগ নেতা অনুপম রায় চৌধুরী, দপ্তরি কাম প্রহরীদের মধ্যে নাছির,সামসুল,রাজন,সাগর সহ প্রাক্তন ছাত্র প্রমুখ।