স্টাফ রিপোর্টার::
মাথার উপর রগচটা সূর্য্য আলোর বান নিক্ষেপ করছে। কখনো মেঘ, বৃষ্টি আর বজ্রপাতের চোখ রাঙানি। এর মধ্যই কষ্টের বোরো ধান কাটছেন কৃষক। হাওরের সংগ্রামী কৃষকদের উৎসাহ দিতে বিভিন্ন হাওরে প্রতিদিনই যাচ্ছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি কৃষকের ধান কাটার খবর নেন এবং শ্রমিকদের উৎসাহ দেন। এসময় কৃষকদের সরকার কর্তৃক ন্যয্যমূল্যে গুদামে হয়রানি মুক্ত পরিবেশে ধান দেবার জন্য আশ্বাষ দেন।
২৬/৪/২০২০ ইং তারিখে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ সদর উপজেলা এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ঘুরে বোরো ফসল কর্তন, মাড়াই এবং অন্যান্য কার্যক্রমের বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের কাজ তদারকি এবং প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় করেন। তিনি ধান কাটার অগ্রগতি বিষয়ে কৃষকদের সাথে কথা বলে জানতে পারেন যে, আগামী ৭-১০ দিনের মধ্য হাওরে সম্পূর্ণ ধান কাটা শেষ হবে এবং ইতিমধ্যে কাটা ধান প্রক্রিয়াজাতকরণের কাজ চলমান রয়েছে। এ বছর ৭০০-৮০০ টাকা মনে বাজারে ধান বিক্রয় হচ্ছে। তিনি কৃষকদের আশ্বাস প্রদান করেন যে, মধ্যস্বত্তভোগীকে পরিহার করে সরাসরি কৃষকগণ সরকারী ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি বিভিন্ন খোলায় ধান কাটার কৃষকদের মাঝে ধান কাটার কাচি, হাত ধোয়ার সাবান সহ খাদ্য সামগ্রী প্রদান করেন।