হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫২ জনে।
আজ সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতার শেষ নেই। তিনি প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা প্রতিনিয়ত পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করছে। এসময় তিনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।