স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরতলির কালিপুর এলাকায় এক দরিদ্র কৃষকের জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে তারা কালিপুরে গিয়ে ওই কৃষকের ধান কেটে দেয়। তারা ওই কৃষকের প্রায় ১০ শতাংশ জমির সম্পূর্ণ ধান কেটে দেন।
ধান কাটায় অংশ নেন জেলা ছাত্রদলের সাবেক নেতা আজিজুর রহমান সৌরভ, শাহ ফরহাদ, আনোয়ার আলম প্রমুখ।
এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূুরুলের নেতৃত্বেও বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনগুলোর নেতৃবৃন্দ খরচার হাওর ও দেখার হাওরের কয়েকজন কৃষকের ধান কেটে দেন।
এসময় নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, বিএনপি নেতা এড. আমিরুল ইসলাম, জেলা যুবদল নেতা কামরুল হাসান রাজু প্রমুখ।