স্টাফ রিপোর্টার::
ধর্মপাশার এক হত দরিদ্র কৃষকের পাকা ধান কেটে সহায়তা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদ। উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ধানকুনিয়া হাওরের এক হত দরিদ্র কৃষকের ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে সহায়তা করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। সোমবার সকাল হতে দিনব্যাপী হত দরিদ্র কৃষক জুলহাস মিয়ার পাকা ধান কাটেন সংগঠনের কর্মীরা। সংগঠনের সভাপতি ইমন হোসেনের নেতৃত্বে ২১ জন সদস্য ধান কাটায় অংশ গ্রহণ করেন। ধান কাটার পর উপজেলা যুবলীগের সহ সম্পাদক, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম চৌধুরী সবাইকে ইফতার করান।
ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন মৌলানা মনসুর আল মুবিন। এ সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী মজনু, নুরপুর গ্রামের একমাত্র প্রতিবন্ধী বিদ্যাপিঠ তৃণমূল অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী ও সমন্বিত প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোক্তা মোশফিকুর রহমান স্বপন প্রমুখ।