স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিনের অকাল প্রয়াণে তার আতœার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে পৌর যুবলীগ। রবিবার বিকেলে পুরাতন বাসস্টেশনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। তারা সাহাব উদ্দিনের বিদেহী আতœার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক আবাবিল নূর, যুগ্ম আহ্বায়ক দীপ্ত তালুকদার টিটু, যুবলীগ নেতা জনি প্রমুখ।