সাজ্জাদ হোসেন শাহ্,:
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, অনিয়ম দূর করতে লটারির মাধ্যেম প্রকৃত কৃষক যাচাই বাছাই করে অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে। তিনি আরো বলেন, এবার ধানের বাম্পার ফলন হয়েছে, ধান ক্রয়ে কোন অনিয়ম সহ্য করা হবেনা। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলার শনির হাওরের ধান কাটা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, সুনামগঞ্জসহ হাওরের সাত জেলায় গড়ে প্রায় ৬৫ ভাগ ধান কাটা হয়েছে। সুনামগঞ্জ জেলায় ধান কাটা হয়েছে ৭৫ শতাংশ। এখনও বাকি আছে ৩৫ শতাংশ। তবে ২৪ শতাংশ বোরো ধান এখনও পাঁকার বাকি। এ সময় তিনি কৃষক ও শ্রমিকদের মাঝে ত্রান ও বস্ত্র বিতরন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জয়াসেন গুপ্তা এমপি, সংরক্ষিত আসনের এমপি এ্যাড. শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি সেলিম হায়দার, উপজেলা নিবার্হী অফিসার বিজেন ব্যনার্জি, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমূখ।