হাওর ডেস্ক::
করোনা সংকটের মধ্যেই সুখবর পেলো এমপিও’র অপেক্ষায় থাকা সুনামগঞ্জের নতুন এক হাজার ৪৭টি প্রতিষ্ঠান, তাদের অনুকূলে এমপিও কোড দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার নিম্ন-মাধ্যমিক পর্যায়ের ১৩ টি, উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ের ১ টি, মাধ্যমিক পর্যায়ের ২৯ টি, স্নাতক (পাস) পর্যায়ের ১ টি এবং উচ্চ মাধ্যমিক (স্কুল অ্যান্ড কলেজ) পর্যায়ের ৩ টি প্রতিষ্ঠানকে কোড দিয়ে আলাদা আদেশ জারি করা হয়েছে। শিক্ষক কর্মচারীরা ২০১৯ সালের ১ জুলাই থেকেই বেতন-ভাতাদি প্রাপ্য হবেন বলে আদেশে বলা হয়।
নিম্ন-মাধ্যমিক পর্যায়ের ১৩ টি
জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়, তাহিরপুর উপজেলার ব্রাহ্মগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, দিরাই উপজেলার মুকশেদপুর উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উপজেলার শাহজালাল উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সদর উপজেলার হাজী আব্দুস সাত্তার এন্ড মরিয়ম জুনিয়ন স্কুল, সৈয়দপুর জুনিয়র হাই স্কুল, ছাতক উপজেলার আলহাজ¦ আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়, ছাতক উপজেলার সালেহা খাতুন খুরশী উচ্চ বিদ্যালয়, শাহজালাল উচ্চ বিদ্যালয়, দোয়ারাবাজর উপজেলার হাজী নুরুল্লাহ তালুকদার দাশগঞ্জ উচ্চ বিদ্যালয়, রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়, বাঁশতলা চৌধুরীপাড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়।
উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ের ১ টি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজ।
মাধ্যমিক পর্যায়ের ২৯ টি
তাহিরপুর উপজেলার চানপুর উচ্চ বিদ্যালয়, জনতা উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা উপজেলার ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়, গলহা উচ্চ বিদ্যালয়, তাহিরপুর উপজেলার বাগলী উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ উপজেলার আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়, দিরাই উপজেলার আলহাজ¦ আব্দুল মোতালিব উচ্চ বিদ্যালয়, মাথেরগঞ্জ মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়, শাল্লা উপজেলার আটগাঁও হাফিজ আলী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়সিদ্দী বসিয়া খাউরি বড়মোহা উচ্চ বিদ্যালয়, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উপজেলার পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়, লামাটুকাবাজার উচ্চ বিদ্যালয়, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সদর উপজেলার চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়, আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়, অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়, বিশ^ম্ভরপুর উপজেলার বিশ^ম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ছাতক উপজেলার চরমহল্লাবাজার উচ্চ বিদ্যালয়, হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, জালালাবাদ উচ্চ বিদ্যালয়, এল পি উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, সি.বি.পি উচ্চ বিদ্যালয়, পালপুর উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়, দোয়ারাবাজার উপজেলার মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু উচচ বিদ্যালয়।
স্নাতক (পাস) পর্যায়ের ১ টি ছাতক উপজেলার জাউয়াবাজার ডিগ্রী কলেজ
উচ্চ মাধ্যমিক (স্কুল অ্যান্ড কলেজ) পর্যায়ের ৩ টি প্রতিষ্ঠান
শাল্লা উপজেলার সাউদেশ্রী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর বি/এল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, ছাতক উপজেলার ঝিগলি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী চূড়ান্তভাবে নির্বোচিত এসব প্রতিষ্ঠানের অনুকূলে এমপিও কোডসহ বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও যোগ্য শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তবে শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগকালীন সময়ের বিধিবিধান, পরিপত্র, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।
যে সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে তাদের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে সে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে।
নিয়মানুযায়ী এখন প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের অনলাইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন করতে হবে। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে তাদের এমপিও কার্যকর করবে অর্থাৎ, তারা বেতন-ভাতা পাবেন।
সৌজন্যে: দৈনিক সুনামগঞ্জের খবর।