স্টাফ রিপোর্টার ::
নিম্নমানের পণ্য, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ এবং উত্তীর্ণ তারিখ না থাকায় দক্ষিণ সুনামগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দেড় ঘন্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার ফয়সল আহমদ। যৌথ এ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ এর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী নিম্নমানের পণ্য, অপরিচ্ছন্ন, মেয়াদোত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ইমরান সামরান স্টোরকে ২ হাজার টাকা, রাজু স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স নেপাল ট্রেডার্সকে ৩ হাজার টাকা, শাহ দামড়ী ভান্ডারকে ২ হাজার টাকা, ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা, মারজান স্টোরকে ৫ হাজার টাকা এবং সুরুজ আলী মিলকে ৪০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। একইসাথে ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয়।
জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।