হাওর ডেস্ক ::
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫৬৪ জন এবং মারা গেছে ৫ জন। সুস্থ হয়েছে ১০ জন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ৬২৬টি। নমুনা পরীক্ষা করেছি ৪ হাজার ৯৬৫টি, যা গত ২৪ ঘণ্টার চেয়ে ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৫৬৪ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬৭ জন।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৫ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৬৮ জন।’
‘হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৬০ জন। তবে বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের আপডেটটা আমাদের এখানে নেই’ বলেও জানান তিনি।
এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৬৪১ জন, মৃত্যু হয় ৮ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৫৪৯ জন, মারা যায় ৩ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।