দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আয়োজিত অনুষ্ঠানে টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শের মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক ইউসুফ রহমান বাবুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, সমুজ আলী স্কুল এন্ড কলেজের লেকচারার কামাল হোসেন, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহিরুল কাইয়ুম, সহকারী শিক্ষক দুলাল হোসেন, ছাদেকুর রহমান, রাহিমা বেগম, আরফিন আক্তার, রহিমা আক্তার, আব্দুল বাতেন, দৈনিক সুনামগঞ্জের ডাক,র প্রতিনিধি আশিস রহমান প্রমুখ সহ টেংরা মাধ্যমিক বিদ্যালয় এবং টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ছাত্র/ছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। সকাল ১০টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় পরে বিকেল ৪টা ৩০ মিনিটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক। উল্লেখ এর আগে রবিবার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।