লন্ডন প্রতিনিধি::
লন্ডন বাংলা প্রেস ক্লাবের ২০১৭-২০১৮ সনের দ্বিবার্ষিক নির্বাচনে ৫০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের সন্তান, তরুণ সাংবাদিক আ স ম মাসুম। নাহাস মিলটন-মাসুম অ্যাল্যায়েন্স প্রেসিডেন্ট, টেজারার, ভাইস প্রেসিডেন্টসহ ১১টি পদে জয়লাভ করে। অন্যদিকে এমাদ- জোবায়ের-তাইছির মাহমুদ অ্যাল্যায়েন্স সেক্রেটারী, ট্রেনিং এন্ড রিসার্স সেক্রেটারিসহ দুটি সদস্য পদে বিজয়ী হয়। নাহাস-মিল্টন-মাসুমের নেতৃত্বাধীন এই প্রগতিশীল পরিষদ ১১টি পদে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রগতিশীল সাংবাদিক সমাজ। সুনামগঞ্জ প্রেসক্লাবসহ সিলেটের ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরাও এই পরিষদকে অভিনন্দন জানিয়েছেন।
গত রোববার লন্ডন-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রবীণ সাংবাদিক সৈয়দ নাহাস পাশা সভাপতি পদে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদক পদে অন্য পরিষদের মোহাম্মদ যোবায়ের ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। সৈয়দ নাহাস পাশা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের সন্তান। আ স ম মাসুম সুনামগঞ্জের বনানীপাড়ার বাসিন্দা।
ট্রেজারার পদে ইকরা বাংলার চ্যারিটি ম্যানেজার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের লন্ডন প্রতিনিধি আ স ম মাসুম ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী প্রবীণ সাংবাদিক তাইছির মাহমুদ পেয়েছেন মাত্র ১৩১ ভোট।
নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাংবাদিক মাহবুব রহমান, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মুসলিম উইকলী সম্পাদক মোহাম্মদ সোবহান, কমিনিকেশন সেক্রেটারি বাংলা টিভির চিফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ট্রেনিং এন্ড রিসার্স সেক্রেটারি চ্যানেল এস টিভির সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, ইনফরমেশন সেক্রেটারি সাপ্তাহিক বাংলাপোষ্টের সালেহ আহমদ এবং ইভেন্ট এন্ড ফ্যাসেলিটিস সেক্রেটারি হয়েছেন তওহিদ আহমদ।
সাধারণ সদস্যপদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইমরান আহমদ, রুপি আমিন, আমিরুল চৌধুরী, হাবিবুর রহমান, পলি সুলতানা এবং মোহাম্মদ রহমত আলী। ১৫টি পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ৩২২জন ভোটারের মধ্যে ৩১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদ হাসান এমবিই, বজলুর রশিদ এমবিই ও মোহাম্মদ হাবিবুর রহমান।
এদিকে সুনামগঞ্জের দুই সুসন্তান লন্ডন-বাংলা প্রেসক্লাবের সভাপতি ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের সাংবাদিক সমাজ।