1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

দিরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুটি বসত ঘর পুড়ে ছাই

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২০, ৮.৫১ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসত ঘর পুড়ে ছাই হয়েছ। ঘরে থাকা নগদ টাকাসহ দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের ইজারা কান্দা গ্রামের মৃত আবদুস শহীদের পুত্র সানোয়ার মিয়ার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সুত্রপাত হয়ে পার্শ্ববর্তী পরিবার রুহুল কেইসেরঘরসহ দুটি ঘরে দাউদাউ করে আগুন জ্বলে উঠে । আড়াই ঘন্টা এলাকাবাসীর চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরে থাকা নগদ টাকা, সদ্য হাওর থেকে ঘরে তুলা ধানসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ান খান জানান, গ্রামের মৃত আব্দুস শহীদের পুত্র সানোয়ার মিয়ার ঘরে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরণে আগুন পার্শ্ববর্তী মৃত আশরাফ আলীর পুত্র রুহুল কেইসের ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দুইটি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বিস্ফোরণের পর বাড়ির লোকজন বাইরে বের হয়ে যাওয়ায় কেউ হতাহত হয়নি। তাদের ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, ধান, কাপড়চোপড়সহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, ঘটনাস্থল উপজেলা সদর থকে প্রায় ৩০ কিলোমিটার দূরে, খবর পেয়ে পুলিশ পৌঁছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। জানতে পেরেছি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!