1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

বিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০ লাখের বেশি মানুষ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২০, ১১.৪৮ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রাণঘাতী করোনার প্রকোপে আজ লণ্ডভণ্ড গোটা বিশ্ব। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ, সেই সাথে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। তবে এর মধ্যে আশার বাণী হলো মরণঘাতী করোনা যুদ্ধে জয়ী হয়েছে বিশ্বের ১০ লাখেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখেরও বেশি। সুস্থ হয়ে উঠেছে ১০ লাখ ৪২ হাজার ৯৫৩। অর্থাৎ প্রতি তিনজনে একজন আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। মৃতের সংখ্যার সাথে সুস্থ হওয়ার সংখ্যার দিক থেকেও এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। ওয়াল্ড ও মিটারের দেওয়া তথ্য মতে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১০ লাখ ৯৫ হাজার ২১০ জন মানুষ। এর মধ্যে মারা গেছে ৬৩ হাজার ৮৬১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৫ হাজার ৭৩৭ জন।

তবে আক্রান্ত হয়েছেন এমন অনেক মানুষকে পরীক্ষার আওতায় আনা হয়নি। পরিসংখ্যানে আছে শুধু শনাক্ত রোগীরা সংখ্যা। সেক্ষেত্রে সুস্থ মানুষের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!