বিশেষ প্রতিনিধি::
নরসিংদীতে সিএনজি চালক হত্যার সংবাদ প্রকাশের জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে তিন সাংবাদিকে গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা শহরে একা প্রতিবাদ করেছেন এক সংবাদকর্মী। রবিবার মুক্ত গণমাধ্যম দিবসে শহিদনূর আহমেদ নামের ওই সংবাদকর্মী বেলা ১২টায় শহরের ট্রাফিক পয়েন্টে ‘নরসিংদীর তিন সাংবাদিকের মুক্তি চাই’ স্লোগান লেখা প্লেকার্ড গলায় ঝুলিয়ে তিনি প্রতিবাদ জানান। শহিদনূর আহমেদ দৈনিক খোলা কাগজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার। তিনি প্রায় ঘন্টাব্যাপী অবস্থান করে প্রতিবাদ জানান।
এসময় শহিদনূর আহমদ তার প্রতিবাদী অবস্থান কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভও দেন। তিনি বলেন, নরসিংদীতে পুলিশের নির্যাতনে অটোরিক্সা চালকের মৃত্যুর সংবাদ প্রকাশ করায় দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক (৬৫), সাংবাদিক শান্ত বণিক (৩৫) এবং অনলাইন নিউজ পোর্টাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক খোলা কাগজের নরসিংদী জেলা প্রতিনিধি খন্দকার শাহিন (৩২) কে গত বৃহষ্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আমি এই ঘটনার প্রতিবাদে আজ মুক্ত সাংবাদিকতা দিবসে একাই প্রতিবাদ করেছি।