দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্যাসফিল্ড পুণর্খনন ও গ্যাসফিল্ড অগ্নিকান্ডে নাইকোর ক্ষতিপূরণের ন্যায্য হিস্যার দাবি জানিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজের আঞ্চলিক ছাত্রসংগঠন দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন। মঙ্গলবার দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন’র এক সাংগঠনিক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালতে (ইকসিড) দীর্ঘদিন ধরে চলমান এক মামলায় বাংলাদেশের পক্ষে রায় এসেছে। রায়ে কানাডার বহুজাতিক তেল-গ্যাস কোম্পানিকে (নাইকো) প্রায় আট হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। বাংলাদেশ এই ক্ষতিপূরণ পেলে বৃহত্তর টেংরাটিলার ক্ষতিগ্রস্থ মানুষরা যেন তাদের ন্যায্য হিস্যা পায় এবং একই সঙ্গে ওই অঞ্চলের ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে যেন ব্যয় হয় ক্ষতিপূরণের উল্লেখযোগ্য একটি অংশ। বিবৃৃতিতে টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুণর্খননের দাবি জানিয়ে আরো বলা হয়, গ্যাসক্ষেত্রে ২০০৫ সালের ভয়াবহ অগ্নিকান্ডে টেংরাটিলার পরিবেশ ও প্রতিবেশের যে ক্ষতি হয়েছে সেটা আর্থিকভাবে পূরণযোগ্য নয় কিন্তু যে পরিমাণ ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে তা দিয়ে পশ্চাৎপদ এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন করা সম্ভব। বাস্তুচ্যুত মানুষদের ঘরবাড়ি নির্মাণ, টেংরাটিলা থেকে উপজেলা সদরের রাস্তা প্রশস্থকরণ ও দোয়ারাবাজারের সুরমা নদীর উপর সেতুস্থাপন, এলাকায় গ্যাস সংযোগ প্রদান, গ্যাস নির্ভর শিল্পকারখানা স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। দোয়ারার সুরমা নদীতে সেতু স্থাপিত হলে খুব সহজেই জেলাসদরের সাথে দোয়ারাবাজারবাসী যোগাযোগ করতে পারবে। শিল্পকারখানা স্থাপিত হলে এখানকার বেকার সমস্যা লাগব হবে। সরকারি বেসরকারি বিনিয়োগ সৃষ্টি হবে। কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হবে। ক্ষতিপূরণের ন্যায্য হিস্যার বাস্তবায়ন না হলে আঞ্চলিক ভাবে গণআন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছে সংগঠনটি। বিবৃতি দাতারা হলেন দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন’র সভাপতি শাখাওয়াত হোসেন জুনেদ, সহ-সভাপতি মুকিত আকাশ, আল-আমিন, রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক আশিস রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. মহিম মিয়া, জুয়েল মিয়া, মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক যোবায়ের মাহমুদ পাবেল, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান, কোষাধ্যক্ষ লিয়াকত জামিল, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসাইন, সহ-দপ্তর সম্পাদক সালিক মিয়া, প্রচার সম্পাদক আল আমিন হিমেল, সহ-প্রচার সম্পাদক আলী হোসেন, ক্রীড়া সম্পাদক জীবন, সহ-ক্রীড়া সম্পাদক সোমা আক্তার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুপ্রিয়া পুরকায়স্থ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফুর রহমান জুলি, আপ্যায়ন সম্পাদক রাকিব খান, সহ-আপ্যায়ন সম্পাদক জুঁই দাস, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কবির হোসেন, সহ দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সামিয়া আক্তার প্রমি, পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আলমগীর কবির, সহ-পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রিয়াজ আহমেদ, কার্যকরী সদস্য আব্দুস সালাম মাহবুব, আয়েশা আক্তার, ফারজানা আক্তার পাপিয়া, তানিয়া আক্তার পলি। (প্রেস বিজ্ঞপ্তি)