স্টাফ রিপোর্টার::
সদর উপজেলার বনগাও গ্রামের হতদরিদ্র দিনমজুর মো. মন্তাজ আলী (৫০) সুনামগঞ্জের সামাজিক উন্নয়ন সংগঠন রানার এইড কর্তৃক রিক্সা পেয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে তার হাতে সংগঠনের পক্ষ থেকে রিক্সাটি তুলে দেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সুলেমান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন রানার এইডের নির্বাহী পরিচালক শামস শামীম, পরিচালক সাইফ উল্লাহ প্রমুখ।
রিক্সা পেয়ে মন্তাজ আলী বলেন, পরতিদিন ৫০ টাকা ভাড়া নিয়া রিক্সা চালাই। এখন আর কেউরে ভাড়া দিতে অইবনা। রিক্সাটা পাইয়া খুব ভালা লাগের।
উল্লেখ্য সামাজিক সংগঠন রানার এইড স্থানীয় দাবি দাওয়া, পরিবেশ, বনায়নসহ বিভিন্ন বিষয়ে মানববন্ধন, আলোচনাসভা, গোলটেবিল বৈঠকসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি বিভিন্ন সময়ে হতদরিদ্রদের সহায়তা প্রদান করে থাকে।