স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের চারটি উপজেলার সীমান্ত এলাকার কর্মহীন ৫৪৫ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সুনামগঞ্জ-২৮ বিজিবি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় বিজিবি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। শুক্রবার এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ধর্মপাশা উপজেলার বংশিকুন্ডা ইউনিয়নের মাটিরাবন বিওপি এলাকার ৫০ টি পরিবার, বাংগালভিটা বিওপি এলাকায় ৬০টি পরিবার, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর বিওপি এলাকার ৫৫ টি ও চারাগাঁও বিওপি’র এলাকার ৫০টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। মানবিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এই সহায়তা প্রদান করে।
এছাড়াও দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও এলাকার ৩৫টি পরিবার, বোগলাবাজার ইউনিয়েনের বাগানবাড়ী বিওপি এলাকার ৬০টি, বোগলাবাজার বিওপি ৩৫টি, বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপি এলাকার ৩৫টি পরিবার, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়েনের নারায়ণতলা বিওপি এলাকার ৫০টি, বনগাঁও সীমান্ত এলাকার ৬৫টি এবং রঙ্গারচর ইউনিয়নের আশাউড়া বিওপি এলাকার ৫০টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় আরো ১১০টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রি বিতরণ করে ২৮ বিজিবি।