স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পৈলনপুর গ্রামের কালিমন্দিরের দুটি কালিমূর্তি ভেঙ্গে ফেলেছে দুবৃত্তরা। এ ঘটনায় শুক্রবার দুপুরে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে মূর্তি দুটি ভাঙ্গা হয়েছে বলে ধারণা মন্দির কমিটির লোকদের।
জানা গেছে পৈলনপুর গ্রামের কালিমন্দিরে দুটি পুরনো কালিমূর্তি রয়েছে। বৃহষ্পতিবার রাতে কে বা কারা মন্দিরে ডুকে মূর্তি দুটি ভেঙ্গে যায়। সকালে পুরোহিত এসে দেখেন মূর্তি দুটির মাথা বিচ্ছিন্ন, মাটিতে পড়ে আছে। তিনি সাথে সাথে বিষয়টি মন্দির কমিটিকে অবগত করেন। এঘটনায় তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পৈলনপুর গ্রামের বাসিন্দা করুণা সিন্দু চৌধুরী বাবুল বলেন, কে বা কারা রাতের আধারে আমাদের কালিমন্দিরে ডুকে দুটি মূর্তি ভেঙ্গে ফেলেছে। এ ঘটনায় আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি।
তাহিরপুর থানার ওসি নন্দন ধর বলেন, পৈলনপুর গ্রামের মূর্তি ভাঙ্গার ঘটনার জড়িতের খুজে বের করতে চেষ্টা করছে পুলিশ। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।