স্টাফ রিপোর্টার::
শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘষের্র সময় স্থানীয় মেয়রের বন্দুকের গুলিতে নিহত সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যুর ঘটনাঢ সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহরের আলফাত স্কয়ারে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচীতে গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।
দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদারের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক অ্যাড. হোসেন তৌফিক চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে, প্রথম আলো’র জেলা প্রতিনিধি খলিল রহমান, সমকাল সুহৃদ সমাবেশের জেলা সভাপতি অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, দৈনিক সুনামগঞ্জের সময়’এর সম্পাদক সেলিম আহমদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, একুশে টিভি’র জেলা প্রতিনিধি আব্দুস সালাম, চ্যানেল ২৪’এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল, দৈনিক সুনামগঞ্জের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক মানব তালুকদার, বাংলা নিউজ ২৪’এর জেলা প্রতনিধি আশিক পীর, দৈনিক সিলেট বানী’র জেলা প্রতিনিধি মাসুক মিয়া, সাংবাদিক শহীদ নূর ও সোহেল আহমদ, ছাত্রনেতা রায়হান উদ্দিন, জেলা সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক অভিজিৎ রায় প্রমুখ।
এর আগে ডিএস রোড থেকে মিছিল করে আলফাত স্কয়ারে যান প্রতিবাদী গণমাধ্যম কর্মী ও সমকাল সুহৃদ সমাবেশের বন্ধুরা।
বক্তারা আব্দুল হাকিম শিমুলের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।