হাওর ডেস্ক ::
সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১৬ জন রোগী সনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯টি ভ্যালিড আসে। এরমধ্যে ১৬ জনের করোনা ফলাফল পজেটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তবে আক্রান্ত ১৬ জন সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার। মৌলভীবাজারের কেউ নতুন করে আক্রান্ত হন নি।