বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জে নতুন করে করোনাভাইরাসে আরো ৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ জেলার করোনা পরীক্ষা ল্যাবে ২ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবে একজন সনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে জেলার ধর্শপাশা, দিরাই এবং দোয়ারাবাজার উপজেলার একজন করে রয়েছেন।
জানা গেছে, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলার করোনা পরীক্ষা ল্যাবে সুনামগঞ্জের কয়েজনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে সোমবার তিনজনের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ রয়েছেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আমাদের ঢাকা, সিলেট ও ময়মনসিংহ ল্যাবে সুনামগঞ্জের তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আমাদের করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৬৪ জনে। তাদের আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।