দিরাই প্রতিনিধি::
দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের লন্ডন প্রবাসীদের অর্থায়নে তিন শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দিনব্যাপী গ্রামের একদল স্বেচ্ছাসেবীদের মাধ্যমে তা বাড়ী বাড়ী পৌছে দেয়া হয়। করোনা সংকটের কারণে কর্মহীন ৩শ পনেরটি পরিবারের মাঝে ২লিটার ভোজ্য তেল, ২কেজি পেয়াজ, আধা কেজি রসুন, ১কেজি চিনি, ১কেজি ময়দা, ১কেজি ডাল, ১কেজি লবন, ২শ গ্রাম করে গুড়ো মসলা ও একটি সাবান প্রদান করা হয়েছে। গ্রামের সাংবাদিক আবু হানিফ চৌধুরী জানান, গ্রামের রাস্তা-ঘাট, কবরস্থান উন্নয়নে বিশেষ অবদান রেখে আসছেন গ্রামের লন্ডন প্রবাসীরা। পবিত্র রমজান মোবারকে করোনা সংকটে কর্মহীন মানুষের কথা চিন্তা করে লন্ডন প্রবাসীরা এই উদ্যোগ নেন। গ্রামের একদল স্বেচ্ছাসেবী তা নিজ দায়িত্বে বাড়ী বাড়ী পৌছে দিয়েছেন।