1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

সুরঞ্জিতের মৃত্যুতে শোকার্ত দিরাই শাল্লার মানুষ

  • আপডেট টাইম :: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭, ৩.১০ পিএম
  • ৫০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতীয় নেতা, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও দিরাই-শাল্লার সাতবারের নির্বাচিত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে তার নির্বাচনী এলাকা দিরাই-শাল্লায় শোকের ছায়া নেমে এসেছে। দিরাই উপজেলা শহরের  বাসায় নেমেছে শোকার্ত মানুষের ঢল। শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঢল নামে সুরঞ্জিত সেনগুপ্তের দিরাইস্থ বাস ভবনে। তারা একে অপরকে জড়িয়ে ধরে বিলাপ করছেন।

বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে দিরাই-শাল্লায় ৩ দিনের শোক ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। একইসঙ্গে উপজেলায় ৩ দিনের শোক ঘোষনা করেছে দিরাই পৌর পরিষদ। সোমবার বেলা ৩টায় সুরঞ্জিত সেনগুপ্তের দিরাইস্থ নিজ বাসভবন প্রাঙ্গণে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

রবিবার ভোর ৪টা ১০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সুরঞ্জিত সেনগুপ্ত সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভার আনোয়ারপুর গ্রামে দেবেন্দ্র সেন ও সুমতি বালার ঔরসে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তিনি। সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন সর্বকনিষ্ঠ সদস্য। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন সহ চারদশকের প্রায় সব সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন।

ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যসহ গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তিনি ১৯৭৩, ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৯, ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন। মুক্তিযুদ্ধে সুরঞ্জিত সেনগুপ্ত ৫ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ চলতি নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কমিটিরও কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সুরঞ্জিত। মহাজোট সরকারের আমলে তিনি রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হন। দীর্ঘ ৫৫ বছরের রাজনৈতিক জীবনে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্টিত করতে সংগ্রাম করে গেছেন। তিনি আজীবন প্রগতির পথে হেঁটেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!