স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জেলায় আরো ৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ঢাকায় পিসিআর ল্যাবে পাঠানো নমুনা রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে। আক্রান্তদের মধ্য ১ জন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার, ৩ জন তাহিরপুর উপজেলার এবং অন্যজন দিরাই উপজেলার বাসিন্দা। বুধবার রাতে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় এ পর্যন্ত ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ১০ জন। হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে ৯৯ জনকে। বর্তমানে ৫২৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বুধবার জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
অদ্যাবদি মোট কোয়ারেন্টিনে এসেছেন ৪৪৬৭ জন। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৩৯৩৯ জন।