স্টাফ রিপোর্টার::
করোনায় বিপর্যস্ত ব্যবসায়ীদের দুই মাসের ভাড়া মওকুফ করতে দোকান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতৃবৃন্দের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া আগামী ঈদ পর্যন্ত করোনা সংক্রমণ প্রতিরোধে দোকানপাট খোলা রাখার অনুরোধ জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল বলেন, দীর্ঘদিন দোকান পাট বন্ধ থাকায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। তারপরও আমরা আগামী ঈদ পর্যন্ত তাদেরকে দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ করেছি। একই সঙ্গে এপ্রিল ও মে মাসের দোকান ভাড়া মওকুফের জন্য মালিকদের প্রতিও অনুরোধ জানিয়েছি আমরা।